Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেপারফ্লাইয়ের দেশব্যাপী ডেলিভারি সেবার সাথে যুক্ত হলো অথবা ডট কম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৬:১১ পিএম

পেপারফ্লাইয়ের ডেলিভারি নেটওয়ার্কের সাথে যুক্ত হলো দেশের জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকম। এই চুক্তির ফলে সকল প্রকার লজিস্টিক সেবা প্রদানের মাধ্যমে ঢাকার ভেতরে ও বাইরে অথবা ডটকমের সকল পন্য গ্রাহকের কাছে পৌঁছে দেবে পেপারফ্লাই। শনিবার (30 জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই উপলক্ষ্যে অথবা ডটকমের এইচ ও ডি নূর মোহাম্মদ এবং পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান একটি সমঝোতা স্মারক সাক্ষর করেন। এই সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অথবা ডটকমের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো: মামুন-উর-রশিদ খান এবং পেপারফ্লাইয়ের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান এর সাথে ছিলেন টেকনোলজি এনাবলড সার্ভিসেস ম্যানেজার মোহাম্মদ হান্নান খান, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মুস্তাফা আর রাকিব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর হাসান এবং সানজীভ কুমার চন্দ্রায়ণ, রিজিওনাল সেলস ম্যানেজার অফ ইকম এক্সপ্রেস লিমিটেড।

অথবা ডটকম দেশ লজিস্টিক কোম্পানি লিমিটেডের একটি সার্ভিস অরিয়েন্টেড ই-কমার্স প্রতিষ্ঠান। অথবা ডটকম তাদের গ্রাহকদের মানসম্মত পণ্য এবং বিশ্বমানের সেবা প্রদানে বদ্ধপরিকর। ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহার করে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তাদের ব্যস্ত জীবনকে সহজ করতে সবসময় উদ্যোগী প্রতিষ্ঠানটি। বর্তমানে তারা দেশব্যাপী সেবা প্রদান করছে। বাংলাদেশের শিপিং এ্যড্রেস ব্যবহার করে দেশের বাইরে থেকেও গ্রাহকেরা অথবা ডটকমের পণ্য কিনতে পারবেন।

অথবা ডটকমের এইচ ও ডি নূর মোহাম্মদ বলেন, “আমরা সবসময় আমাদের বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে চাই এবং লজিস্টিক ইন্ডাস্ট্রির এই সেক্টর গুলোর সাথে যুক্ত হওয়া আমাদের প্রতিদিনের কাজের অংশ। এই ক্ষেত্রে আমরা পেপারফ্লাইয়ের সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট। এই দেশ সেরা প্রতিষ্ঠানটির সাথে পারস্পারিক দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে আমরা আগ্রহী।”

পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান গ্রাহকদের কেনাকাটার সহজ অভিজ্ঞতা প্রদানের জন্য অথবা ডটকমের এই আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন। পেপারফ্লাইয়ের লজিস্টিক সেবাকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, “পেপারফ্লাই ২৪ থেকে ৪৮ ঘন্টার মাঝে দেশের যে কোন প্রান্তে পণ্য ডোরস্টেপ পিকাপ ও ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম। পেপারফ্লাইয়ের দেশজুড়ে ডেলিভারি পয়েন্টই হলো পেপারফ্লাইয়ের এই সক্ষমতার মূল শক্তি”।

শক্তিশালী প্রযুক্তি নির্ভর লজিস্টিক নেটওয়ার্ক এর পাশাপাশি পেপারফ্লাই রিয়েলটাইম ডেলিভারি ট্র্যাকিং এবং সহজ মার্চেন্ট পেমেন্ট এর নিশ্চয়তাও দিয়ে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকে পেপারফ্লাই এখন পর্যন্ত দেশব্যাপী ১ কোটিরও বেশি সফল পণ্য ডেলিভারি সম্পন্ন করেছে। বর্তমানে পেপারফ্লাই তাদের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে অন্য সকল প্রতিষ্ঠানের থেকে দ্রুত সময়ে পণ্য সরবরাহে সক্ষম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ