Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশে চাকরি ছাত্রলীগের জন্য তদবিরের সুযোগ চান এমপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

বাংলাদেশ পুলিশে ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দেওয়ার জন্য তদবিরের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। গতকাল বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায়
থাকাকালে ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছিল। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছে, তারা চাকরি পায় না। এই ছেলেরা কি এতই অযোগ্য? ছাত্রলীগের ছেলেদের জন্য আমরা এমপি হয়েও তদবিরের সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় পাস করার পর ভাইভায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছাত্রলীগের ছেলে-মেয়েরা কিছুটা হলেও চাকরি পাবে। আমার এই মিনতি মন্ত্রীর কাছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ