পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ঢাকার ব্যবসায়ী সৈয়দ রফিকুল ইসলাম দিলু। রিট এবং জারিকৃত রুলের নিষ্পত্তি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ রুল চূড়ান্ত করেন। এতে অব্যাহিত মেলে ব্যবসায়ী দিলুর। তার পক্ষে শুনানি করেন ‘হিউম্যান রাইস অ্যান্ড পীস ফর বাংলাদেশ’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি জানান, ব্যবসায়িক বিরোধের জের ধরে সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০২০ সালের ৭ অক্টোবর একটি সিআর মামলা (নং-৪৪০/২০২০) হয়। এ মামলার প্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি গ্রেফতার হন। ৮ দিন কারাভোগের পর দিলু জানতে পারেন তার ব্যবসায়িক প্রতিপক্ষ জাকির হোসেনকে বাদী বানিয়ে ধানমন্ডির ৫২/ক/১-ঠিকানা ব্যবহার করে মামলাটি করা হয়। তদন্তে ঠিকানাটি ভুয়া প্রমাণিত হয়। তা সত্ত্বেও আসামি রফিকুল ইসলাম কোনো প্রতিকার পাননি। এ প্রেক্ষিতে তিনি ফৌজদারি কার্যবিধির ৫৬১এ ধারায় প্রসিডিংস চ্যালেঞ্জ করে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ৬জুন রুল জারি করেন। সেইসঙ্গে মামলাটি তদন্তের জন্য পুলিশের সিআইডিকে দায়িত্ব দেন।
গতকাল রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত চূড়ান্ত ঘোষণা করেন এবং মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করেন। শুনানিকালে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ইদানিংকালে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রভাবশালী ও অর্থশালীরা মিথ্যা মামলা দায়ের করে নিরপরাধ ব্যক্তিদের জেল খাটান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।