Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নর ২২৭তম আউটলেট সাভার সেনা কমপ্লেক্সে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৯:০৫ পিএম

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্নর নতুন আউটলেট এখন সাভার সেনা কমপ্লেক্সে। স্বপ্নর ২২৭ তম আউটলেট এটি। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ৪টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন'র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, রিজিওনাল সেলস ম্যানেজার সাজিদ আহমেদ, আউটলেট ম্যানেজার হাসান আহমেদসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। সাভার সেনা কমপ্লেক্সে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। সেনা শপিং কমপ্লেক্সে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।

স্বপ্ন'র অপারেশনস ডিরেক্টর আবু নাসের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

নতুন আউটলেটের ঠিকানা: সেনা শপিং কমপ্লেক্স, নবিনগর, সাভার, ঢাকা। সাভারের নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৩১৩-০৫৪৮৯২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ