পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। এর কারণে ইন্দোনেশিয়া সফর বাতিল করেছেন শান্তিতে নোবেলজয়ী ও মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি।
গত ৯ অক্টোবর মিয়ানমার সীমান্তের একাধিক পুলিশ চেকপোস্টে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। এতে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটে। ওই হামলায় রোহিঙ্গারা জড়িত এমন অভিযোগ এনে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত কয়েকশ’ রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ধর্ষণের শিকার হচ্ছেন রোহিঙ্গা নারীরা। পুড়িয়ে দেয়া হচ্ছে তাদের বাড়ি-ঘর।
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন করছে মিয়ানমার।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ডেও প্রতিবাদ করেছে হাজার হাজার মানুষ। ইন্দোনেশিয়ায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে দেশটির মুসলিমরা। এদিকে আগামী শুক্রবার ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা থাকলেও রোহিঙ্গাদের নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মুখে সেই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন সু চি।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়াও জায়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আগামী শুক্রবার জাকার্তায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সে দেশের নাগরিকরা। একইদিন ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা ছিল সু চির। ওই প্রতিবাদ কর্মসূচির কারণে সু চির ইন্দোনেশিয়া সফর বাতিল করা হয়েছে।
এদিকে, সম্প্রতি জাকার্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন ও মিয়ানমার দূতাবাসে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বেশ কয়েকজন সমর্থককে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়া পুলিশ। গত অক্টোবর থেকে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনের মুখে শত শত রোহিঙ্গা মুসলিম ইন্দোনেশিয়ায় পাড়ি জমিয়েছেন। ওয়েব সাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।