Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রবীন্দ্র সরোবরে প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব নবান্নকে শহরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে “প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব” এর আয়োজন করা হয়েছে। ৩০ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হবে। এ আয়োজনে থাকছে নবান্নের নাচ-গান, পুতুল নাচ, নাগরদোলা, পুুঁথি পাঠ, বায়োস্কোপ, গাজীর কিসসা, পালকি, লাঠি খেলা, সাপ খেলা ও বানর নাচ। এ ছাড়া রবীন্দ্র সরোবরে বসবে ৩২ টি বাহারি পিঠার স্টল। ঢাকায় প্রাণ-আরএফএল গ্রæপের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ, ক্যাটাগরি ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান ও শোবিজ এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক মেহেদি হাসান উপস্থিত ছিলেন। উৎসবের সাংস্কৃতিক পর্বে ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিন, কিরন চন্দ্র, চন্দনা মজুমদারসহ অনেকে গান পরিবেশন করবেন। সকল শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ