পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব নবান্নকে শহরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে “প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব” এর আয়োজন করা হয়েছে। ৩০ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হবে। এ আয়োজনে থাকছে নবান্নের নাচ-গান, পুতুল নাচ, নাগরদোলা, পুুঁথি পাঠ, বায়োস্কোপ, গাজীর কিসসা, পালকি, লাঠি খেলা, সাপ খেলা ও বানর নাচ। এ ছাড়া রবীন্দ্র সরোবরে বসবে ৩২ টি বাহারি পিঠার স্টল। ঢাকায় প্রাণ-আরএফএল গ্রæপের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ, ক্যাটাগরি ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান ও শোবিজ এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক মেহেদি হাসান উপস্থিত ছিলেন। উৎসবের সাংস্কৃতিক পর্বে ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিন, কিরন চন্দ্র, চন্দনা মজুমদারসহ অনেকে গান পরিবেশন করবেন। সকল শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।