Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ার লাইটার কারখানা অবৈধ শ্রম আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার আশুলিয়ার ছয়দিন আগে অগ্নিকাÐে পুড়ে যাওয়া লাইটার কারখানাটি অবৈধ ছিল বলে দাবি করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। কারখানাটির তিন মালিকসহ চার জনের বিরুদ্ধে শ্রম আদালতে একটি মামলাও দায়ের করেছেন। সোমবার দুপুরে শ্রম আদালতে ঢাকা জেলার শ্রম পরিদর্শক (সাধারণ) মেহেদী হাসান বাদী হয়ে ফৌজধারী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কারখানার চেয়ারম্যান মামুদ আলম, ভাইস চেয়ারম্যান মাহমুদ কাওসার, ব্যবস্থাপনা পরিচালক শামীম এলাহী ও ব্যবস্থাপক নজরুল ইসলামকে আসামি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ঢাকা জেলার পরিদর্শক আনিছ ফেরদৌস জানান, লাইটার কারখানাটি ছিল অবৈধ। এসব কারখানা চালাতে হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের লাইসেন্স নিতে হয়। এমনকি কারখানা চালুর ১৫ দিন আগে লাইসেন্স নেয়ার নিয়ম। কিন্তু কারখানাটির কোনো লাইসেন্সই নেই। কিন্তু আপনাদের অফিসের নাকের ডগায় অবৈধ কারখানাটি কিভাবে চলছিল জানতে চাইলে এ কর্মকর্তা জানান, ‘শস্যের মধ্যেই ভূত’ মালিকপক্ষ অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কারখানাটি চালিয়েছে। যার কারণে আমাদের কোনো পরিদর্শকের নজরে আসেনি।
তিনি আরো বলেন, কারখানাটি শুরুর অগে ওই জায়গায় মুরগীর খামার ছিল। পরবর্তীতে ওই ভবনে লাইটার কারখানা গড়ে তোলা হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের একটি গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাÐে ২৬জন কর্মী দগ্ধ হয়। তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের বেশিরভাগেরই অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিকাÐে এ পর্যন্ত চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সোমবার সকালে অগ্নিদগ্ধ মাহমুদা আক্তার (২৬), এর আগে আখি (১৬) এবং রকি আক্তার (১৮) মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ