Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে সহকারী প্রিজাইডিংসহ আটক ২

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

লক্ষ্মীপুরে উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ আহম্মদ ও নৌকার এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাহমুদ দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার এবং মাজহারুল আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয় ও পূর্ব জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পথে পথে ভোটারদেরকে বাধা দিচ্ছে বহিরাগতরা। নৌকায় ভোট দেবে কি না, তা নিশ্চিত হয়ে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিত তেমন ছিল না। এছাড়া রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঘোড়া প্রতীকের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
কয়েকজন ভোটার জানান, কেন্দ্রে যাওয়ার সময় নৌকায় ভোট দিতে চাপ সৃষ্টি করছে। কোথায় ভোট দেবো তা না বললে কেন্দ্রে যেতে দিচ্ছে না। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে সরে গেলে তারা তারা ভোট দিতে পেরেছেন। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, অনিয়ম করায় সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদকে আটক করা হয়েছে। একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকা প্রার্থীর এক এজেন্টকেও আটক করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সতর্ক রয়েছি।
এদিকে লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনকে (ঘোড়া) মারধরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলাকারীদের আঘাতে আলতাফ হোসেনের নাক-ঠোট ফেটে যায়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়া প্রতীকের প্রার্থী আলতাফ বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ভাই জসিম ও তার লোকজন আমাকে বেদম মারধর করেছে। আমার মোবাইল ফোন কেড়ে নিয়েছে। নৌকার প্রার্থী সালাউদ্দিন চৌধুরী জাবেদ বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কেন্দ্রে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। ঘোড়ার প্রার্থী পরিবেশ নষ্ট করতে মিথ্যা অভিযোগ দিচ্ছে। অপরদিকে রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে সকাল ৯টার দিকে ৫-৬টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসতে রাস্তায় দাঁড়িয়ে ভোটারদের বাধা দিচ্ছে বহিরাগত আওয়ামী লীগ নেতারা। চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল মোবাইল টিম পাঠিয়েছি। কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি। হামলার ঘটনায় নির্দিষ্ট কোনো অভিযোগও নেই। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ