Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গতি বাড়াতে প্রবাসী মন্ত্রীর তাগিদ শ্রমবাজার সন্ধানে উদ্যোগ নেই

জনশক্তি রফতানিতে মুখ থুবড়ে পড়েছে বোয়েসেল

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জনশক্তি রফতানিতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের  (বোয়েসেল)। বিদেশে বাংলাদেশী মিশনগুলোর লেবার উইংয়ের যথাযথ তৎপরতার অভাব এবং বোয়েসেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতার দরুন শ্রমবাজার সন্ধানে গতি আসছে না। ফলে জনশক্তি রফতানিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে স্বল্প অভিবাসন ব্যয়ে মহিলাকর্মী প্রেরণ ছাড়া অন্যান্য খাতে কর্মী প্রেরণে সফলতার মুখ দেখছে না বোয়েসেল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি অতিসম্প্রতি বোরাক টাওয়ারে অনুষ্ঠিত এক সভায় নতুন নতুন শ্রমবাজার সন্ধানে বোয়েসেলকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে নির্দেশ দিয়েছেন। ১৯৮৪ সালে কোম্পানি আইনের অধীনে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি প্রেরণকারী কোম্পানি  বোয়েসেল  প্রতিষ্ঠিত হয়েছে। স্বল্প খরচে অথবা বিনা খরচে স্বচ্ছতার সাথে সঠিক কাজে যোগ্য কর্মীকে বিদেশে প্রেরণ এবং নিয়োগকর্তা ও কর্মী উভয়ের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের মহৎ উদ্দেশ্যেই মাত্র ৫১ লাখ টাকার মূলধন নিয়ে বোয়েসেল যাত্রা শুরু হয়। বর্তমানে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে বোয়েসেল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ১৯৮৪-৮৫ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত বোয়েসেল বিভিন্ন দেশে ৫৩ হাজার ৯৫৫ জন দক্ষ, স্বল্প দক্ষ, পেশাজীবী ও অদক্ষ কর্মী পাঠিয়েছে। গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে স্বল্প অভিবাসন ব্যয়ে ৮ হাজার ৮০৪ জন মহিলা ও পুরুষ কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছে। বেসরকারি উদ্যোগে উল্লেখিত দশ মাসে বিদেশে ৬ লাখ ১ হাজার ৩০৪ জন কর্মী চাকুরি লাভ করেছে। ২০১৪ সালে বেসরকারি পর্যায়ে বিভিন্ন দেশে ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন কর্মী চাকরি লাভ করেছে। ২০১৫ সালে বিভিন্ন দেশে বেসরকারি উদ্যোগে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন কর্মী চাকরি লাভ করেছে। দীর্ঘ প্রতীক্ষিত সউদী আরবে ২০১৫ সাল থেকে জনশক্তি রফতানির গতি বাড়ছে। ২০১৫ সালে সউদী আরবে বেসরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে ২০ হাজার ৯৫২ জন মহিলা গৃহকর্মী চাকরি লাভ করেছে। গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সউদী আরবে ৫৭ হাজার ৮০২ জন মহিলা গৃহকর্মী চাকরি লাভ করেছে।
বোয়েসেল ২০০৮ সাল থেকে বিগত ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৬৭৯ জন কর্মী পাঠিয়েছে। বোয়েসেলের মাধ্যমে ২০১০ সাল থেকে ২০১৫ সালের ৩০ জন পর্যন্ত ২৪ হাজার ৭৭৬ জন দক্ষ মহিলা গার্মেন্টস কর্মী জর্ডানে চাকরি লাভ করেছে।
বোয়েসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল হক গতকাল তার দপ্তরে ইনকিলাবের সাথে আলাপকালে বলেন, বোয়েসেল স্বল্প খরচে জর্ডান ও বাহরাইনে মহিলা গার্মেন্টস কর্মী পাঠাচ্ছে। মাত্র ১৫ হাজার ১৫০ টাকা অভিবাসন ব্যয়েই একজন মহিলা গার্মেন্টস কর্মী জর্ডান ও বাহরাইনে গিয়ে প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা আয় করছে। বর্তমানে বোয়েসেল ওমান ও মালদ্বীপে ডাক্তার এবং বাহরাইনে স্বল্পদক্ষ কর্মী পাঠাচ্ছে। এক প্রশ্নের জবাবে ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল হক বলেন, বোয়েসেল শ্রমবাজার সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বিএমইটির মহাপরিচালক মো: সেলিম রেজা ইনকিলাবকে বলেন, জনশক্তি রফতানিতে গতি বাড়াতে হলে বোয়েসেলকে দেশের বাইরে শ্রমবাজার সন্ধানে মার্কেটিং করতে হবে। বিদেশী বড় বড় কোম্পানিগুলোর সাথে কর্মী প্রেরণসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হবে। তাহলেই বোয়েসেলের লক্ষ্য-উদ্দেশ্য সার্থক হবে বলে বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা উল্লেখ করেন। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ