Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৮ সালের মতো হবে না এবারের নির্বাচন: সিইসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১:৫১ পিএম

সময়মতো আগামী সংসদ নির্বাচন হবে এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০১৮ সালের মতো নয়, আইন অনুযায়ী নির্বাচন হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নির্বাচন ভবনে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বসে ইসি। এসময় সংলাপের সূচনা বক্তব্যে সিইসি একথা বলেন।

এরআগে জমিয়তের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের জন্য ১১ দফা লিখিত প্রস্তাব ইসির কাছে তুলে ধরা হয়।

সিইসি বলেন, ২০১৮ সালের মতো নয়, আইন অনুযায়ী নির্বাচন হবে। সংসদ নির্বাচন হবে সময় মতো। বর্তমান কমিশন প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছে, ডিগবাজি নয়। নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নির্বাচন করতে চায় কমিশন।

ভবিষ্যতে নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) দুর্নীতিতে জড়িত হবে না বলে সাফ জানিয়ে দেন সিইসি।

এসময় সিইসি বলেন, পেশীশক্তি ও ভোটে কালো টাকা ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটার জন্য কমিশন একা কিছু করতে পারবে না, রাজনৈতিক দলগুলোকে এই সংস্কৃতি বের আসতে হবে।

গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।



 

Show all comments
  • Iftekhar Ahmed Azad ২৬ জুলাই, ২০২২, ২:১৭ পিএম says : 0
    Thanks Mr. CEC
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ রেজাউল করিম ২৬ জুলাই, ২০২২, ২:৪২ পিএম says : 0
    2018 সালেও আমরা আমজনতা এরকম শুনতে শুনতে বয়রা হয়ে গেছিলাম, নির্বাচন 2014 সালের মতো হবে না, ফেয়ার ফেয়ার হবে হবে,,, কিন্তু বাস্তবে হইছে ভয়ংকর একটা প্রতারণা, আমজনতা ভোটই দিতে পারলো না,,,,,,,,,,,
    Total Reply(0) Reply
  • mozibur binkalam ২৬ জুলাই, ২০২২, ২:৫২ পিএম says : 0
    এগুলো বাটপারী আলাপ। এদেশের মানুষ জানে সরকার,সেনাবাহিনীসহ প্রশাসন,সব গুলো বাটপার। নিরোপেক্ষ সরকার ছাড়া নির্বাচন ভালো হবে না।
    Total Reply(0) Reply
  • Md. zakiul islam ২৬ জুলাই, ২০২২, ৪:৩৭ পিএম says : 0
    অবশ্যই না । ২০১৮ সালে রাতে হয়েছে এবার ইভিএম দিয়ে দিনে হবে । অসাধারন বুদ্ধি আপনার ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ