পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা সংলাপে যাচ্ছে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৬ জুলাই) এই দলসহ চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দিন ধার্য ছিলো।
মঙ্গলবার নির্বাচন ভবনে যে সংলাপ হবে তাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিবে না।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সংলাপে ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ইসির এ সংলাপ বর্জন করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমোনাই পীর বলেছেন, অতীত অভিজ্ঞতার কারণে তারা সংলাপে যাবেন না।
এদিকে জানা গেছে, দিনের প্রথম সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সদস্য ইসিতে যাবেন।
এদিন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ জনের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে মোট ১৩ জন সদস্য সংলাপে অংশ নেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।