Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দর-কাস্টমে হঠাৎ মদের ঢল

৩ দিনে মিথ্যা ঘোষণায় আমদানি ৫ কনটেইনার আটক ৩৭ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা ভণ্ডুল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০২ এএম

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা মদভর্তি আরও দুটি কনটেইনার জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দুইটি কনটেইনার জব্দের কথা জানান চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। এ নিয়ে গত তিন দিনে পাঁচ কনটেইনার বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হলো। হঠাৎ করে চট্টগ্রাম বন্দর-কাস্টমসে মদের ঢলে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দর যেন এখন মদের খনি। মিথ্যা ঘোষণায় শুল্কফাঁকি দেয়া জালিয়াত চক্রের সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে বন্দর-কাস্টমে তোলপাড় চলছে।

শনিবার ভোর থেকে রোববার বিকেল পর্যন্ত আটক তিনটি কনটেইনারে মিথ্যা ঘোষণায় মদ আমদানির মাধ্যমে সরকারের ৩৭ কোটি টাকা শুল্ক ও রাজস্ব ফাঁকির অপচেষ্টা ভণ্ডুল করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ চক্রের হোতাদের শনাক্ত কিংবা গ্রেফতার করা যায়নি। পাঁচটি চালানে আনা হয়েছে দেশের বিভিন্ন ইপিজেডের প্রতিষ্ঠানের নামে। আইপি জালিয়াতির মাধ্যমে দুইটি চালান খালাস করে নেয়া হয়। আর একটি চালান খালাসের অপেক্ষায় ছিল। গতকাল আটক দুটি কনটেইনার বন্দরে এসে পৌঁছলেও সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষ থেকে শুল্কায়নের জন্য বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি।
কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট কাস্টম কর্মকর্তার পাসওয়ার্ড হ্যাক করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে এসব চালান আনা হয়। জাল স্ক্যানিং দলিল প্রস্তুত করে বন্দরের গেইটে প্রদর্শন করে দুই কনটেইনার বের করে নেয়া হয়। বাকি তিনটি কনটেইনারও একই কায়দায় বের করার প্রস্তুতি ছিল জালিয়াত চক্রের। তবে ঢাকায় যাওয়ার পথে দুটি কনটেইনার ধরা পড়ার পর গা ঢাকা দেয় চক্রটি।
চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-কমিশনার সাইফুল হক জানান, মিথ্যা ঘোষণায় আনা আরও দুটি কনটেইনার আটক করা হয়েছে। একটি কনটেইনার নীলফামারীর উত্তরা ইপিজেডের ডন জিং ইন্ডাস্ট্রির নামে আমদানি করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠান শিল্পের কাঁচামাল ঘোষণা দিয়ে চীন থেকে চালানটি আমদানি করে। তবে এখনও পর্যন্ত চালানটি খালাস নিতে বিল অব এন্ট্রি দাখিল হয়নি। আটক অপর কনটেইনারটির আমদানিকারক বাগেরহাটের মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। সুতার ঘোষণা দিয়ে চীন থেকে চালানটি আমদানি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টম হাউসের এআইআর শাখা চালান দুটি আটক করে। দুটি কনটেইনার খুলে বিশে^র নামকরা বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলভর্তি কার্টন পাওয়া যায়। কনটেইনার দুটির শতভাগ কায়িক পরীক্ষা শেষে মদের পরিমাণ এবং শুল্কফাঁকির অঙ্ক জানা যাবে বলে জানান তিনি। এর আগে রোববার বিকেলে আটক কনটেইনারটির শতভাগ কায়িক পরীক্ষা শেষ হয়েছে। উত্তরা ইপিজেডের ডন জিং ইন্ডাস্ট্রির নামে আমদানিকৃত এ কনটেইনারে পলিস্টার সুতার বদলে বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। অন্য চালানটিতে ১৪শ’ ৩০টি কার্টনে মোট ১৫ হাজার ২০৪ লিটার মদ রয়েছে। যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য দুই কোটি তিন লাখ টাকা। পণ্য চালানে জড়িত রাজস্বের পরিমাণ ১২ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ পণ্য চালানে মিথ্যা ঘোষণায় ১২ কোটি ৪৫ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা ভণ্ডুল হয়ে গেছে।
এর আগে গত শনিবার আটক দুটি কনটেইনারে ২৪ কোটি ৭০ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা ভণ্ডুল হয়। পাবনার ঈশ^রদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল মিলস লিমিটেড এবং কুমিল্লার হাশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে চীন থেকে কনটেইনার দুটি আনা হয়। মেশিনারিজ ও সুতার ঘোষণা দিয়ে আনা দুটি কনটেইনার খালাসের জন্য গত ২০ জুলাই কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেন সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক নগরীর ডবলমুরিং থানার কে বি দোভাষ লেইনের জাফর আহমেদ। দুটি কনটেইনার খুলে ১৩শ’ ৩০ কার্টনে রক্ষিত ৩১ হাজার ৬২৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ