Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রেল সচিবের ডাকে রেলভবনে মহিউদ্দিন রনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৭:৩৯ পিএম

বাংলাদেশ রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন করা মহিউদ্দিন রনিকে ডেকেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির। তার সঙ্গে দেখা করতে রনি এখন রেলভবনে অবস্থান করছেন।
আজ সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি রেলভবনে আসেন। এসময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী আসেন। তারা সবাই রেল সচিবের সঙ্গে আলোচনা করতে ভেতরে প্রবেশ করেছেন।
আলোচনার বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচনা শেষে রেল সচিব ও রনি সংবাদ মাধ্যমে কথা বলবেন বলে জানা গেছে।
এর আগে বিকেল চারটার দিকে রনি তার সহযোগীদের নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে। কার্যালয়ের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।
এরপরই রেল সচিবের ডাক আসে বলে জানান মহিউদ্দিন রনি।



 

Show all comments
  • এনামুল হক ২৫ জুলাই, ২০২২, ৮:২৭ পিএম says : 0
    রোনির দাবিই আমাদের দাবি। মেনে নিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ