পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুরে শনিবার রাতে রাশেদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুস্কৃতকারিরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং সিনিয়র-জুনিয়র দ্বন্ধে এ হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে ওয়াসা রোডে ১৪/১৫ জন যুবক রাশেদের ওপর হামলা চালায়। এ সময় তাকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুস্কৃতকারিরা। লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রাশেদ মারা যায়। মিরপুর বিভাগের পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে। তবে এডিসি মো. মাহবুবুর রহমান বলেন, সিনিয়র-জুনিয়র সম্পর্ক কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতের বাবা জানিয়েছেন রাশেদ এবার এইচএসসি পাশ করেছে। এদিকে মিরপুর থানার ওসি জানিয়েছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।