Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপার সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আর নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০১ এএম

জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা আর নেই।
গতকাল শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
তার বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা জানান, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন করিম উদ্দিন ভরসা।
রংপুরের কাউনিয়া উপজেলার বিড়িশিল্প নগরী খ্যাত হারাগাছে জন্মগ্রহণ করেন করিম উদ্দিন ভরসা। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে এবং পরে ১৯৯৬ ও ২০০১ সালে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। কিছুদিন আগে তার কয়েকজন ছেলে তাকে আটকে রাখা হয়েছে বলে আদালতে অভিযোগ করলে হাইকোট তাকে জনসম্মুখে আনার নির্দেশনা দেন।
রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, এতিমখানা স্থাপন এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ