পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরী সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান বলেন, কারাবন্দি হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ আটককৃত অনেক আলেমই অসুস্থ হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কারাবন্দি আলেম ওলামাদের পরিবারের সদস্যরা অনাহার অনিদ্রায় দিন কাটাচ্ছেন। তিনি অবিলম্বে কারাবন্দি অসুস্থ মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সকল আলেমের মুক্তির জন্য প্রাধনমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। গতকাল শনিবার পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী শ্রমিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী শ্রমিক সমাজের কেন্দ্রীয় সভাপতি মুফতি ওয়াহিদুজ্জামান ফরিদপুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব হাফেজ কারী তালহা বেলালী,মুফতি আব্দুল্লাহ আল মাসুদ খান , মাওলানা নুরুল ইসলাম বাকেরগঞ্জী, মাওলানা হাবিবুজ জামান মিলন, মাওলানা হিজবুল্লাহ নাহিয়ান, সংগঠন সচিব মাওলানা নুরুল ইসলাম চাঁদগামী, মাওলানা সিরাজুল ইসলাম মোমেনশাহী, মাওলানা আব্দুল খালেক ও হাফেজ শরফুদ্দিন হাফেজ্জী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।