Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৮ এএম

রকমারি দেশিয় ফলের সম্ভার ও সংগীতায়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রেসক্লাব প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে সমবেত হন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানে প্রায় ২০ ধরনের দেশি ফলের সমারোহ ছিল।
ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা যেতে পারে। আমাদের বিদেশ থেকে আমদানি না করলেও হয়। দেশিয় ফলের সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো আমাদের ফল উৎসবের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক রেজানুর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহানাজ বেগম পলি, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ। এছাড়াও ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ক্লাবের সাবেক সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ