Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির কারণে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, চুরি, দুর্নীতি, ও অব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুৎ ও জ্বালানী সঙ্কট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সরকারের ভুলনীতি এবং দুর্নীতির কারণে আজ দেশে জ্বালানি সঙ্কট এবং লোডশেডিং দেখা দিয়েছে। দেশের রিজার্ভ শেষ হয়ে মারাত্মক সঙ্কটে নিপতিত হবে দেশ। গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দলের সহযোগি সংগঠনের দায়িত্বশীলদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ভাটারাস্থ আসসাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলহাজ আবু সাঈদ, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ মো. আনোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হায়দার আলী, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ আল খালিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এম জমশেদ হুসাইন, উত্তরের সভাপতি নাঈম জমশেদ।

পীর সাহেব চরমোনাই বলেন, আগামী দ্বাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নেই অত্যন্ত জরুরি। না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে অভ্যন্তরীণ স্থিতিশীলতায় চরম ঝুঁকি সৃষ্টি হবে। চলমান রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো। এতে কোন ফল বয়ে আনবে না। পীর সাহেব চরমোনাই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ