Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুধের বাছুর চুরি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : গো-শালায় গাভী রেখে দুধের বাছুর চুরি করে নিয়ে গেছে চোরেরা। সর্বশান্ত করে দিয়েছে গাভীর দুধনির্ভর একটি পরিবারকে। গতকাল রোববার সকালে রায়পুরা উপজেলার খাকচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, একই গ্রামের মো: কামাল মিয়া অত্যন্ত গরিব প্রান্তিক চাষি। পরিবারের নগদ আয় বলতে একটি দুধেল গাভী ছাড়া আর কিছুই নেই। মাস পাঁচেক পূর্বে তার গাভীটি একটি বকনা বাছুর জন্ম দেয়। গাভীটির দুধ বিক্রি করেই কামাল মিয়ার সংসার চলে। গতকাল রোববার সকালে গাভীটি দোহন করার উদ্দেশ্যে গো-শালা থেকে বাছুরটি বের করে রাস্তার পাশে বেঁধে রেখে কামাল মিয়া নিজ ঘরে যায়। কিছুক্ষণ পর সেখান থেকে ফিরে গাভী দোহন করতে গিয়ে দেখে, গাছে বাঁধা দুধের বাছুরটি নেই। তাৎক্ষণিভাবে সে আশপাশে খোঁজাখুজি করে কোথাও বাছুরটি পায়নি। পরে এলাকাবাসী জানায়, একটি ছোট বাছুরকে কয়েকজন লোক একটি অটোতে উঠিয়ে নিয়ে যেতে দেখেছে। চোরেরা বাছুরটিকে চুরি করে নিয়ে গেছে। এই ঘটনা শোনার পর কামাল মিয়া কান্নায় ভেঙে পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ