Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় ইসলামী ব্যাংকের ৩১২তম শাখা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১২তম শাখা ২৭ নভেম্বর রোববার নড়াইলের লোহাগড়ায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো: জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো: সিরাজুল করিম, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল আলম লিটু এবং উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম রেজা। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লোহাগড়া আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শা. ম. আনয়ারুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ফকির মো: মফিজুল হক, রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সম্পাদক সৈয়দ আকরাম আলী আখিদুল, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহŸায়ক অজয় কান্তি মজুমদার, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মো: খাইরুল ইসলাম ও লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি মো: শরিফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন জোনপ্রধান আবু নাছের মোহাম্মদ নাজমুল বারী। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো: মোশাররফ হোসাইনসহ ব্যাংকের নির্বাহী, কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ