Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলা

অভিযোগ গঠন শুনানি ১৭ আগস্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

মুক্তযুদ্ধকে ‘কলঙ্কিত’ করা এবং জন্মদিন উদযাপন সংক্রান্ত দুই মামলায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ আগস্ট।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের আদালত এ তারিখ পুন:নির্ধারণ করেন। গতকাল মামলা দু’টির অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য ছিলো।কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় সময় প্রার্থনা করে আবেদন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার। আবেদন মঞ্জুর করে এ তারিখ পুন:নির্ধারণ করেন আদালত।
প্রসঙ্গত: মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে ২০০১ সালে মামলা করেন ‘জননেত্রী পরিষদ’র সভাপতি এবি সিদ্দিকী। ‘ভুয়া জন্মদিন’ উদযাপনের অভিযোগে ২০১৬ সালে মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সরকার সমর্থক অংশের তৎকালিন যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। তদন্তে উভয় মামলার ‘সত্যতা’ পাওয়ায় চার্জশিট দাখিল করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ