পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে এমডিএম (মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট) সল্যুশন ব্যবহারে আগ্রহী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে পিওসি (প্রæফ অব কনসেপ্ট) পরীক্ষা ও পরিচালনা করা নিয়ে সম্প্রতি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন ও ভার্সাটাইল সল্যুশনস লিমিটেড। এই এমওইউ -এর অধীনে ভার্সাটাইল সল্যুশনসের গ্রাহকদের জন্য পরবর্তী ছয় মাস যৌথভাবে প্রতিষ্ঠানটির সাথে এমডিএম (মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট) সল্যুশন নিয়ে পিওসি পরীক্ষা ও পরিচালনা করবে গ্রামীণফোন। এমডিএম সল্যুশন প্রতিষ্ঠানগুলোকে সহজে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সুযোগ করে দিবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের যে স্মার্টফোন দেয়া হয়েছে তা নিয়ন্ত্রণের সুযোগ করে দিবে। পাশাপাশি, প্রতিষ্ঠানের ব্যবসায়ীক উদ্দেশ্যে যোগাযোগের ব্যয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ভ‚মিকা পালন করবে এমডিএম সল্যুশন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভার্সাটাইল সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকন্দ সাব্বির আহমেদ এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ প্রকিউরমেন্ট অফিসার এ কে এম আল-আমিন, হেড অব বিজনেস সল্যুশনস রফিক আহমেদ এবং সল্যুশনস পোর্টফোলিও ম্যানেজার মুহাম্মদ মুইদ হাসনাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।