পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : আখের মূল্য বৃদ্ধি, ঢলতার টাকা ফেরত, ই-পুঁজি ব্যবস্থা বাতিল এবং শিওর ক্যাশের মাধ্যমে আখ বিক্রির টাকা পরিশোধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সামনে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আখচাষিরা। কেরু চিনিকলের মিলসগেট আখচাষি কল্যাণ সংস্থার আয়োজনে এ মানববন্ধনে আখচাষি অহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি আব্দুল হান্নান. সাধারণ সম্পাদক আব্দুল বারী, আখচাষি আমির হোসেন, আকমত আলী, ওমর আলী, নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় দুই শতাধিক আখচাষির উপস্থিতিতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতি মণ আখের মূল্য ১৫০ টাকা নির্ধারণ, চার বছরে মিলে জমাকৃত ঢলতার ১৬ লাখ ২৩৫ টাকা শতভাগ ফেরত, চিনিকল থেকে দেয়া চাষিদের কুপনে সারা বছর চিনি সরবরাহ, চাষিদের সরবরাহকৃত আখের মূল্য শিওর ক্যাশের পরিবর্তে ক্যাশ ভাউচারের মাধ্যমে চিনিকল থেকে নগদে পরিশোধ, ই-পুঁজির পরিবর্তে কাগজ পুঁজির মাধ্যমে আখ ক্রয়, চিনিকলে চাষিদের সরবরাহকৃত আখ ২৪ ঘণ্টা ওজন করাসহ ১১ দফা দাবি পূরণ করতে হবে। বেধে দেয়া সময়ের মধ্যে আখচাষিদের দাবি পূরণ না হলে ২৮ নভেম্বর ২০১৬-১৭ মাড়াই মৌসুমে উদ্বোধনী অনুষ্ঠান বর্জনসহ চাষিদের উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন। এরপরও চিনিকল কর্তৃপক্ষ আখচাষিদের যৌক্তিক দাবি পূরণে ব্যার্থ হলে আখচাষিরা চিনিকল চত্বরে অনশন ধর্মঘটসহ চিনিকল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে আখচাষিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চিনিকল এলাকাসহ দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।