Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

টিকিট ইস্যুর ঘটনায় গ্রেফতার ২

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর এজেন্সি সিস্টেম হ্যাক করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। গতকাল বৃহস্পতিবার সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিমের এসি ধ্রুব জ্যোতির্ময় এ তথ্য জানান। গ্রেফতার দুই ব্যক্তি হলেন- মো. রাশেদুল ইসলাম (২৯) ও আব্দুল্লাহ আল নোমান ওরফে মিরাজ (২৪)। রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি পেনড্রাইভ ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
তিনি আরো বলেন, ইন্ডিগোর জেনারেল সেলস এজেন্ট হিসেবে রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেড বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে। গত ১৬ মে থেকে ৩১ মে সেলস রিপোর্ট পর্যালোচনা করতে গিয়ে তারা দেখে, ফাতিন এয়ার সার্ভিসেস নামে তাদের একটি এজেন্সি বাংলাদেশ ও নেপাল থেকে ১ কোটি ৬ লাখ টাকার অপ্রত্যাশিত সংখ্যক টিকিট ইস্যু করেছে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ইন্টারনাল সিস্টেম ও ব্যাংক স্টেটমেন্ট র্পযালোচনা করে তারা দেখতে পান, ফাতিন এয়ার সার্ভিসেস লিমিটেড তিন বছর ধরে ইন্ডিগোর সার্ভিস ব্যবহার করে কোনো টিকিট ইস্যু করেনি।
এ ঘটনায় গত ১৩ জুন বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এরপর এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগোর সার্ভারের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত হ্যাকারদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, আসামিদের মধ্যে রাশেদুল ইসলাম রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের সাবেক কর্মী ও আব্দুল্লাহ আল নোমান ওরফে মিরাজ প্রতিষ্ঠানটির এজেন্ট ছিলেন। তারা পরস্পরের যোগসাজশে ইন্ডিগোর এজেন্সি সিস্টেম হ্যাক করে কোটি টাকার টিকিট ইস্যু করে। তাদের কাছ থেকে জব্দ করা ডিভাইসগুলো ইন্ডিগোর ওয়েবসাইটে লগইন করার আলামত পাওয়া যায়। এ ঘটনায় তাদের দেশি-বিদেশি সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ