Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবার বন্যার আশঙ্কা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশের উত্তরাঞ্চল ও উজানে ভারতীয় অংশে আবারও ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আরেক দফা বন্যা হতে পারে। এবার সুনামগঞ্জের বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বেশি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এবারের বন্যা আগের মত দীর্ঘস্থায়ী হবে না। এই বন্যার স্থায়িত্ব দুই থেকে তিন দিন হতে পারে।

শুধু উত্তরাঞ্চল নয়, সিলেট বিভাগের উজানে ভারতের আসামের বরাক নদের উজানেও ভারি বৃষ্টি শুরু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আরেক দফা বন্যা হতে পারে। বিশেষ করে তিস্তা ও বরাক উপত্যকতায় বৃষ্টির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। ওই পানি ঢল হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বিপদসীমার কাছাকাছি চলে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই নদীগুলোর আশপাশের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হতে পারে।

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ ব্রহ্মপুত্র এবং মধ্যাঞ্চলে পদ্মা ও যমুনায় আগামী দুই সপ্তাহের মধ্যে বন্যার আশঙ্কা নেই। আগস্টের শেষ দিকে ব্রহ্মপুত্রের উজানে ভারি বৃষ্টি হতে পারে। ওই পানি দ্রুত বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে। ফলে আগস্টের শেষ সপ্তাহে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম থেকে বগুড়া, সিরাজগঞ্জ পর্যন্ত নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে। ওই বন্যা সপ্তাহখানেক স্থায়ী হতে পারে।

পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করে যেতে পারে। ফলে নীলফামারী, রংপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা শুরু হতে পারে। সিলেট-ময়মনসিংহ বিভাগেও একই সময়ে স্বল্পস্থায়ী বন্যা হতে পারে। আর ব্রহ্মপুত্রের অববাহিকায় বন্যা শুরু হতে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। এদিকে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। তবে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৮৫ মিলিমিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ