Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতারকৃত এএসআই ৪ দিনের রিমান্ডে

৩৮ ভরি স্বর্ণালংকার ছিনতাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

রাজধানীর গাবতলীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ৩৮ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় এক এএসআই গ্রেফতার হয়েছেন। তার নাম জাহিদুল ইসলাম। তিনি রাজধানীর রূপনগর থানায় কর্মরত ছিলেন। গতকাল তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দারুস সালাম থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আরো চার জন পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, জিজ্ঞাসাদের জন্য জাহিদুলকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর মামলাটি তদন্ত করছেন এসআই বায়জিদ মোল্লা। এর আগে রোববার সকালে গাবতলী বাস টার্মিনালে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় সোমবার টিটু প্রধানীয়া নামে এক ব্যক্তি দারুস সালাম থানায় একটি মামলা করেন। তিনি পুলিশকে জানান, অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। ওই ব্যাগে ৩৮ ভরি ১৪ আনা স্বর্ণালংকার ছিল।
জানা গেছে, গাবতলীতে বাসে ওঠার আগে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তি টিটুর পথরোধ করে ব্যাগের ভেতরে কী, তা জানতে চান। স্বর্ণালংকার রয়েছে- এটা জানানোর কিছু সময় পরপরই অজ্ঞাত আরও ৪/৫ জন ডিবির পরিচয়ধারী ব্যক্তির সঙ্গে এসে যোগ দেয়। এরপর তেজগাঁও থানায় নেয়ার কথা বলে একটি মোটরসাইকেলে তাকে তুলে বেড়িবাঁধে নেয়া হয়। এরপর সেখানে কিছু সময় অবস্থানের পর সিএনজি অটোরিকশায় তুলে তাকে বিজয় সরণিতে আনা হয়। বিজয় সরণির ট্রাফিক সিগন্যালে গাড়ি আটকা পড়লে দ্রুত স্বর্ণালংকার ভর্তি ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়। রোবব্রা মধ্যরাতে দারুস সালাম থানা পুলিশকে অবহিত করেন টিটু। এরপর যে মোটরসাইকেলে তাকে তুলে বেড়িবাঁধ নেওয়া হয়েছিল, সেটির নম্বর পুলিশকে সরবরাহ করেন। এতে ঘুরে যায় তদন্তের মোড়। মোটরসাইকেল নম্বরের সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে পুলিশের একজন সদস্যকে সন্দেহে রাখা হয়। বেরিয়ে আসে জাহিদুল ইসলামের নাম। সোমবার তাকে থানা থেকে ক্লোজ করে মিরপুরের ডিসি অফিসে সংযুক্ত করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে ডিবির মিরপুর বিভাগও।
সূত্র জানিয়েছে, ওই ছিনতাই দলে নেতৃত্ব দিয়েছিলেন এএসআই জাহিদ । এছাড়া তার সোর্স পলাশ ও অজ্ঞাতপরিচয় দুজন এর সঙ্গে জড়িত। এর আগে ২০২১ সালের ৭ জানুয়ারি তাঁতীবাজারের ব্যবসায়ীদের ৯০ ভরি স্বর্ণ ডিবি পরিচয়ে লুট করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আট সদস্য।
জানা গেছে, রূপনগর থানা পুলিশের ‘হোন্ডা টহল টিম’ নামে একাধিক টিম রয়েছে। প্রতিদিন দুই থেকে তিনটা মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা টহলে বের হন। প্রতি মোটরসাইকেলে দুজন থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ