পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুয়েতের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে বিজয়ী হয়েছেন বিরোধী দলগুলোর প্রার্থীরা। কুয়েত নির্বাচনী কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, ৫০ আসনের সংসদে ২৪টি আসন পেয়েছেন বিরোধী সদস্যরা। গতকাল (রোববার) এ ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনের বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছেÑ সংসদের প্রায় এক-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছেন তরুণরা। গত শনিবার আগাম এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রায় ৭০ শতাংশ ভোটার এতে ভোট দিয়েছেন। নির্বাচনে মোট ভোটার ছিল চার লাখ ৮৩ হাজার এবং ২৯৩ জন প্রার্থীর মধ্য থেকে তারা সংসদ সদস্য নির্বাচন করেন।
২০১৭ সাল পর্যন্ত কুয়েতের সংসদ চলার কথা ছিল কিন্তু আঞ্চলিক ঘটনাবলী ও নিরাপত্তা চালেঞ্জের কথা বলে দেশটির আমির সাবাহ আল-আহমাদ আলে সাবাহ গত অক্টোবর মাসে সংসদ ভেঙে দেন। সে সময় আমির এক ডিক্রিতে বলেছিলেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও জনগণের আশা-আকাক্সক্ষা পূরণের দেশে নতুন নির্বাচন দেয়া জরুরি হয়ে পড়েছে। কুয়েতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সংসদ সদস্যরা নতুন নির্বাচন দেয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করেন। সূত্র : পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।