Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছারছীনা শরিফের তিনদিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল আজ শুরু

ছারছীনা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শতাব্দীর ঐতিহ্যে ধন্য ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরিফের তিনদিনব্যাপী ১২৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ সম্মেলন আজ (সোমবার) শুরু হচ্ছে। এদিকে গতকাল (রোববার) বাদ মাগরিব জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম, সংক্ষিপ্ত নসিহত ও দোয়া মুনাজাতের মাধ্যমে পীর ছাহেব কেবলা মাহফিলের উদ্বোধন করেন। আজ (সোমবার) বাদ ফজর থেকে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রত্যহ বাদ মাগরিব ও ফজর লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশে মূল্যবান নসিহত ও এলমে মারেফতের তালিম প্রদান করবেন আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরিফের পীর ছাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা জি আ)। মাহফিলের তিন দিন দরবারের বিশিষ্ট ওলামা-খোলাফা ও মাদরাসার সুযোগ্য আছাতেজায়ে কেরাম ইসলামের মৌলিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। প্রথম দিনেই ছারছীনার বিশাল মাহফিলে বাস, লঞ্চ ও ট্রলারযোগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান হাজির হয়েছেন। বুধবার বাদ জোহর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ