Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁজা-ইয়াবাসহ ৫ মোবাইল ফোন হাজতির কাছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

আদালতে হাজিরা দিয়ে ফেরা বুলবুল ইসলাম নামের এক হাজতির লুঙ্গিতে মিললো গাঁজা, ইয়াবা ও ৫টি মোবাইল ফোন। গত রোববার সন্ধা সাড়ে ৭টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে এসব মালামাল জব্দ করেন কারা কর্তৃপক্ষ। বুলবুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাজতি (নং ৫০৮/১৫)। কারাগার সূত্রে জানা গেছে, বুলবুল ইসলামকে রোববার সকালে হাজিরা দেয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়।

হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পড়নের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন পান কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেলার তরিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ