Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবপাচার চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আবুল কালাম (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে বিভিন্ন মানুষের ১৪টি পাসপোর্ট, ৬টি নকল বিএমইটি কার্ডসহ আর্থিক লেনদেনের বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়। তিনি সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের সদস্য। জনশক্তি রফতানির কোনও লাইসেন্স না থাকলেও মানুষের বিশ্বাস অর্জনের জন্য ভ্রমণ ভিসায় তিনি মানুষকে দুবাই পাঠাতেন। সেখান থেকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে জনপ্রতি ৫/৭ লাখ টাকা করে হাতিয়ে নিতেন। এরপর ভুয়া ভিসা এবং নকল বিএমইটি কার্ড ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দিতেন।


ভুক্তভোগীরা নকল ভিসা এবং নকল বিএমইটিকার্ড নিয়ে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। ভুক্তভোগীরা এ বিষয়ে প্রতিকার চাইলে গ্রেফতারকৃত ব্যক্তি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। গত ৩ বছরে তিনি অবৈধভাবে অর্ধশতাধিক লোককে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়েছেন। যারা বিদেশ গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা কালাম ২০০৪ সালে ফ্রি ভিসায় দুবাই গিয়ে দর্জির কাজ শুরু করে। ২০১১ সালে দেশে ফিরে এসে ২০১৯ সাল থেকে অবৈধভাবে জনশক্তি বিদেশে প্রেরণের নামে প্রতারণা শুরু করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ