Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার গ্রেপ্তারি পরোয়ানা সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ৬:১২ পিএম

বিএসটিআইয়ের দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতের বিচারক কাজি শরীফুল ইসলাম এ আদেশ দিয়েছেন। বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন ‘এ’ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। ওই মামলায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আরও বলেন, ২০১৯ সালে অভিযান চালিয়ে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। সেগুলো পরীক্ষা করা দেখা যায়, সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তীর ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ -এর মাত্রা কম।

এছাড়া, তারা বিএসটিআই থেকেও টিএম লাইসেন্স নেয়নি। এসব অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়। অ্যাডভোকেট আশরাফ খন্দকার আরও বলেন, সাধারণত ভোজ্যতেলে ভিটামিন এ-এর প্যারামিটার থাকার কথা ১৫ পিপিএম। কিন্তু সিটি গ্রুপের তীর সয়াবিন তেলে প্যারামিটার পাওয়া গিয়েছিল ৩ দশমিক ১৬ পিপিএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ