Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ

১৭ থেকে ৩১ জুলাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০২ এএম

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ২০২৩ সালের শেষদিকে কিংবা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ জুলাই শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে এই সংলাপ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহসান হাবিব খান বলেন, ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ করা হবে। নির্বাচন কমিশন প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন এর আগে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিনের ব্যবহার নিয়ে মতামত জানতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল, যদিও সেখানে বিএনপিসহ ১১টি দল তা প্রত্যাখ্যান করে। তবে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয় এবং সকলেই যাতে ভোট দিতে পারেন এমন নির্বাচনের দাবি পরামর্শ দিয়েছেন।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ