Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারদিনের সফরে আজ হাঙ্গেরী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ২৭ নভেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরীর প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ অংশ নিতে চারদিনের সফরে আজ রোববার সকালে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এই সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট সকালে ঢাকা ত্যাগ করবে এবং দিনের মধ্যভাগে বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিষয়ক প্রতিমন্ত্রী ইস্টভ এন মিকোলা, হাঙ্গেরীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরীর রাষ্ট্রদূত জুলা পেথো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
এই সফরকালে প্রধানমন্ত্রী ফোর সিজন্স হোটেল গ্রিসহাম প্যালেস বুদাপেস্টে অবস্থান করবেন। বিমান থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে এ হোটেলে নিয়ে যাওয়া হবে।
প্রধানমন্ত্রীর এই সফরকালে এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল তার সঙ্গে থাকবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সোমবার এই পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করবেন এবং তিনি হাঙ্গেরীর প্রেসিডেন্ট ও অন্যান্য সম্মানীয় অতিথিদের সঙ্গে একটি সাসটেইনেবল ওয়াটার সল্যুসন এক্সপো পরিদর্শন করবেন। পরদিন তিনি শীর্ষ সম্মেলনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র আমন্ত্রণে ওয়ার্কিং মধ্যাহ্নভোজে শরীক হবেন।
তিনি মঙ্গলবার সকালে হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এই সফরকালে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা, পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগী ও কৃষি বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিনি আরো বলেন, এফবিসিসিআই ও হাঙ্গেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যেও একটি এমওইউ স্বাক্ষরিত হবে।
শেখ হাসিনা সোমবার বিকেলে হাঙ্গেরীর প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সান্দর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করবেন। তিনি মঙ্গলবার বুদাপেস্টে ‘হিরোস স্কয়ার’ পরিদর্শন করবেন এবং ফুল দিয়ে হাঙ্গেরী প্রতিষ্ঠায় জাতীয় বীর ও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং সকাল সাড়ে এগারোটায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
মুঠোফোনে আনোয়ারকে টেনশন করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী
বিশেষ সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোনে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এছাড়া তাকে কোনও ধরনের টেনশন না করতে বলেছেন তিনি। শুক্রবার রাতে ফোনে কথা বলার সময় আনোয়ারকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার খবরটিও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে। এদিকে আনোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে যান শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান এবং সেলিনা হায়াৎ আইভী।
রাত ১০টায় আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দেশের ৬১টি জেলার জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের মনোনীতদের তালিকা প্রকাশ করেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন দলের মনোনয়ন চাননি। এমনকি গত ১৫ নভেম্বর যখন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে আনোয়ার হোসেনের নাম প্রস্তাব সিদ্ধান্তের সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে অনির্ধারিতভাবে সহসভাপতি চন্দন শীলের নাম প্রস্তাব করেন এমপি শামীম ওসমান। তখন সবাই হাত উঁচিয়ে সমর্থন দিলেও নির্দেশনা না থাকায় জেলা পরিষদের পছন্দের নাম কেন্দ্রে পাঠানো যায়নি। তবে চন্দন শীল পরে নিজেই ধানম-িতে সভানেত্রীর কার্যালয়ে দলের মনোনয়নের জন্য আবেদন করেন। তাছাড়া গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গেও চন্দন শীলের বৈঠকে তাকে সমর্থন জানানো হয়। সবশেষ গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের নেতাদের সাক্ষাতে উপস্থিত ছিলেন চন্দন শীল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ