Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডলারের মান ছাড়িয়ে গেল ইউরোকে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০০ এএম

 দীর্ঘ ২০ বছরের রেকর্ড ভেঙে মানের দিক থেকে স¤প্রতি ইউরোকে ছাড়িয়ে গেছে মার্কিন মুদ্রা ডলার। গতকাল মঙ্গলবার মস্কো মানি এক্সচেঞ্জে ডলারের মান ছাড়িয়ে যায় ইউরোকে। গতকাল প্রতি রাশিয়ান রুবলের বিপরীতে ডলারের মান ছিল ৫৮ দশমিক ৭০। অন্যদিকে রুবলের বিপরীতে ইউরোর মান দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৫২। স্থানীয় সময় সকাল ১১টার দিকে এমন তথ্য পাওয়া যায় বলে নিশ্চিত করে বার্তাসংস্থা আরটি।
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন ইস্যুতে বড় রকমের সংকটের মুখে পড়তে যাচ্ছে ইউরোপ। চলতি বছরে এরই মধ্যে ইউরোর মান কমেছে ১২ শতাংশ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি এক ডলারে মিলছে এক ইউরো। বিগত বিশ বছরেও এমন চিত্র দেখেনি বিশ্ববাসী। এ ব্যাপারে সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা বলছেন, হতাশার মধ্যে দিয়ে কাটছে ইউরোপের দিন। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে রুবলে মূল্য পরিশোধের চাপ। এরই মধ্যে কাঁধে চেপে বসেছে মূল্যস্ফীতির কড়াল থাবা।
এতে করে কমে গেছে ইউরোর মান। অন্যদিকে শক্তিশালী মুদ্রা ব্যবস্থার দিকে আগাচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতি সামলাতে দেশটি বাড়িয়ে দিয়েছে সুদের হার, পরিবর্তন আনছে প্রচলিত মুদ্রাস্ফীতিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ