Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ব্যবস্থায় দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে-মির্জা ফখরুল

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ব্যবস্থায় দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার কোনো নির্বাচিত সরকার নয়। এ সরকার অগণতান্ত্রিক সরকার। তারা দেশের মানুষের সাথে প্রতারণা এবং চালাকি করে ক্ষমতায় রয়েছে। জামালপুর সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকালে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বর্তমান সরকার দেশ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়। কিন্তু তা পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে এবং এদেশের মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে। আওয়ামী লীগ বার বার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে এ দেশের মানুষের প্রাণের দল। বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ^াসী। আমরা বাংলাদেশী। বাংলাদেশ আমাদের অস্তিত্ব। কিন্তু আওয়ামী লীগ আমাদের অস্তিত্ব বিলীন করতে চায়। তারা নিরীহ মানুষকে জঙ্গি বানিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করছে। পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও মায়ের গর্ভের শিশুকে গুলি করে হত্যা করছে। তারা মিডিয়াকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করছে। তাদের ভয়ে মিডিয়া ভাইয়েরা স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারছে না। আইনের শাসন ভূলুণ্ঠিত হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এ দেশের মুক্তিকামী মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে। অথচ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করে দেশকে ধ্বংস করছে এবং দেশের স্বাধীনতাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এমরান সালেহ প্রিন্স, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মোস্তাফিজুর রহমান বাবুল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম।
জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলালের যৌথ পরিচালনায় ওই সম্মেলনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক এমপি সাহিদা আক্তার রিতা, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়জুল ইসলাম লাঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ। এ সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জামালপুর জেলা বিএনপির সভাপতি পদে ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ