Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুখী-সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১১:০১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আগামী ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে বলেন, ‘জনসংখ্যা ও উন্নয়ন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো দেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি হলে প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়বে। তাই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি টেকসই করতে হলে, সে দেশের জনসংখ্যা হতে হবে পরিকল্পিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২’ পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’-অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার পরিকল্পিত জনসংখ্যা তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনগণের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীগণ প্রতিমাসে বাড়ি বাড়ি গিয়ে দম্পতি পরিদর্শন, পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, স্বাভাবিক প্রসব সংক্রান্ত সকল সেবা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপদ মাতৃত্ব, কিশোর-কিশোরীর স্বাস্থ্য, নারী শিক্ষা ও নারী কর্মসংস্থানের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং পরিকল্পিত পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবার পরিধি এবং মান আরো বৃদ্ধি করা দরকার।’

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করতে হবে। সুস্থ-সবল জাতি গঠনে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সেবা অবকাঠামোসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশি¬ষ্ট সবার আরো নিবেদিত হওয়া প্রয়োজন। এ কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, গণমাধ্যম, সচেতন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি ।
শেখ হাসিনা বলেন, ‘একটি পরিকল্পিত ও প্রাণবন্ত মানবসম্পদ হোক আমাদের আগামী দিনের প্রাপ্তি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ।’ তিনি ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।



 

Show all comments
  • Jaker ali ৯ জুলাই, ২০২২, ৫:১৪ এএম says : 0
    একজন দক্ষ চালক যেমন তার মালিক, পরিবার, পরিবেশ পরিস্থিতিতে, তার বাহন ও সহযোগীর সমন্বয়ে তদারকিতে যাত্রী সার্বিক যাত্রার ব্যবস্থার নজরদারির মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর যে প্রচেষ্টার মগ্ন থাকেন...!! অথবা, একজন বাগানের মালি যেমন তার মালিক, পরিবার, পরিবেশ পরিস্থিতিতে বাগানে কিভাবে সৌন্দর্য দৃশ্যমান করা যেতে পারে সে-ই দৃষ্টিতে পরিকল্পিত নান্দনিক পরিবর্তনের লক্ষ্যে আবাদ করে...!! দেশ বিদেশের শ্রদ্ধার সম্মানিত স্বাধীন স্বদেশের সীমানার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ স্বপ্নের রুপকারের সু্যোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও এমন উদ্যেশ্য গন্তব্যের লক্ষ্যে...!! সম্মানিত প্রধানমন্ত্রী, প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, গণভবন, সাংসদ এবং সংসদ ভবন যথাযথ পরিপূর্ণ পরিকল্পনাময় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত মনিটরিং তথা ডিজিটাল বাংলাদেশ গড়তে এই পবিত্র উদ্যোগের সময়ের প্রয়োজন...!!
    Total Reply(0) Reply
  • Jaker ali ৯ জুলাই, ২০২২, ৫:১৪ এএম says : 0
    একজন দক্ষ চালক যেমন তার মালিক, পরিবার, পরিবেশ পরিস্থিতিতে, তার বাহন ও সহযোগীর সমন্বয়ে তদারকিতে যাত্রী সার্বিক যাত্রার ব্যবস্থার নজরদারির মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর যে প্রচেষ্টার মগ্ন থাকেন...!! অথবা, একজন বাগানের মালি যেমন তার মালিক, পরিবার, পরিবেশ পরিস্থিতিতে বাগানে কিভাবে সৌন্দর্য দৃশ্যমান করা যেতে পারে সে-ই দৃষ্টিতে পরিকল্পিত নান্দনিক পরিবর্তনের লক্ষ্যে আবাদ করে...!! দেশ বিদেশের শ্রদ্ধার সম্মানিত স্বাধীন স্বদেশের সীমানার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ স্বপ্নের রুপকারের সু্যোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও এমন উদ্যেশ্য গন্তব্যের লক্ষ্যে...!! সম্মানিত প্রধানমন্ত্রী, প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, গণভবন, সাংসদ এবং সংসদ ভবন যথাযথ পরিপূর্ণ পরিকল্পনাময় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত মনিটরিং তথা ডিজিটাল বাংলাদেশ গড়তে এই পবিত্র উদ্যোগের সময়ের প্রয়োজন...!!
    Total Reply(0) Reply
  • Neamat Ullah ৯ জুলাই, ২০২২, ৫:১৫ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা
    Total Reply(0) Reply
  • Kader sheikh ৯ জুলাই, ২০২২, ৫:১৬ এএম says : 0
    আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি বাংলাদেশের ১জন নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কাছে জানতে চাই তৃনমুল নেতাদের কতটুকু সম্মান করা হয় । আমি যতদূর জানি তৃনমুল পর্যায়ের নেতারা সব সময় অবহেলিত হয়ে থাকেন। স্থানীয়ো এমপি ও মন্ত্রীরা কখনোই সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ বজায় রাখেন না
    Total Reply(0) Reply
  • Habib ৯ জুলাই, ২০২২, ৫:১৭ এএম says : 0
    এখন আমাদের পাবনা ফরিদপুরসহ আশেপাশের অন্যান্য এলাকার জনগনের জীবনমান উন্নয়নের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া-কাজিরহাট ওয়াই সেতুর কাজ শুরু করা উচিত।
    Total Reply(0) Reply
  • Biddut Roy ৯ জুলাই, ২০২২, ৫:১৯ এএম says : 0
    বাস্তবে আসলেই এর বিপরীত চিত্র, ধনী আরো ধনী হচ্ছে গরীবের হক মেরে আর গরীব আরো গরীব হচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ