পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের দুই জেলায় সড়কে গতকাল পৃথক দুর্ঘটনায় চারজন প্রান হারান। টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে এক সাথে দুই চাচাতো ভাই ও ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালী উপজেলায় মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি নামক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি সড়কে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের। মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে মির্জাপুরে তাদের মৃত্যু হয়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা জামুর্কী নামকস্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামের আরিফুল ইসলাম ও হাফিজুর রহমান। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, গতকাল সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে সামনে থাকা একই দিকগামী একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।