Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-দুবাইয়ে বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা, দেশ এগিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে দেশের প্রতি মমত্ববোধ রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে তাতে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ নয় বরং উন্নত দেশের পরিণত হবে। গত শুক্রবার রাতে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগের স্থানীয় রাফি হোটেলের হল রুমে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরিকে দেয়া আয়োজিত সংবধানায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এতে সংগঠনের সহ-সভাপতি নুরনবী রওশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা প্রকৌশলী জিল্লুর রহমান, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এনাম উল হক চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন পলাশ, আকতারুজ্জামান স্মৃতি সংসদ ইউইইর সভাপতি ইয়াছিন, হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলম দুবাই ফটিকছড়ি সমিতির আহ্বায়ক আবুল কালাম, জসিম উদ্দিন বিকম, এস এ মনির। আরো বক্তব্য রাখেন আরফান সবুর মিয়া, শফিউল বশর, হামিদ, মাসুদ মেজবাহ ও আবু তাহেরসহ প্রমূখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ