Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি পেশ

গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

কারাবন্দি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল ইসলামী নেতা-কর্মীদের দ্রুত মুক্তি, নিরপেক্ষ গ্রহণযোগ্য ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা এবং ১১৬ জন আলেম, ১০০০ মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগকারীদের শাস্তির দাবিতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।
গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি ছালেহ আহমদের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল লন্ডনের কুইন্স গেইটস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। হাইকমিশনার এর পক্ষ থেকে দুইজন উর্ধ্বতন কর্মকর্তারা স্মারকলিপি গ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহ সেক্রেটারী শায়খ মাওলানা নাজিম উদ্দিন, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ বুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহজাহান সিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ