Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের কথা বলে সরকার সকল অন্যায় ও দুর্নীতি আড়ালে রাখতে চায়-গণতন্ত্র মঞ্চ

২৮ জুলাই গণতন্ত্র মঞ্চের রূপরেখা প্রকাশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

 গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, উন্নয়নের কথা বলে সরকার তাদের সকল অন্যায়, অপরাধ, দুর্নীতি আর দুষ্কর্মকে আড়ালে রাখতে চায়। এ সরকারের কোন জবাবদিহিতা না থাকায় দম্ভ, অহমিকা ও স্বেচ্ছাচারিতা সকল সীমা অতিক্রম করেছে। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন। সভায় আগামী ২৮ জুলাই সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ দেশবাসীর কাছে তাদের আন্দোলন কর্মসূচির রূপরেখা প্রকাশের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে মঞ্চের রূপরেখা নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, জোর করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দেশকে গভীর অনিশ্চয়তা ও ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে। উন্নয়নের কথা বলে তারা তাদের সকল অন্যায়, অপরাধ ও গণবিরোধী দুষ্কর্মকে আড়ালে রাখতে চায়। কোন পর্যায়ে সরকারের কোন জবাবদিহিতা না থাকায় তাদের দম্ভ, অহমিকা ও স্বেচ্ছাচারীতাও সকল সীমা অতিক্রম করেছে। সম্ভাবনাময় একটা দেশ ও জনগোষ্ঠীকে হিংসা, ঘৃণা ও প্রতিশোধাত্বক কৌশলে তারা বিভক্ত করে ফেলছে। জনম্যান্ডেটবিহীন এই সরকারের কাছে দেশ ও জনগণের কোন গণতান্ত্রিক ভবিষ্যৎ নেই। নেতৃবৃন্দ, এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্বতীকালীন সরকার গঠন ও দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে রাজপথে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার উদাত্ত আহবান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের সদস্যসচিব ন‚রুল হক ন‚র, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জিন্নুর চৌধুরী দীপু, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দীন পাটোয়ারী , রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, মঞ্চের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, হাবিবুর রহমান রিজু, রাশেদ খান, বাচ্চু ভ‚ঁইয়া, এডভোকেট গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান, এডভোকেট জাবির, মাহবুব মুকুল, সাকিব আনোয়ার, ফারুক হাসান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ বন্যাদুর্গত অঞ্চলসমূহে বানভাসি অধিকাংশ মানুষের কাছে এখন ও সরকারের ত্রাণসামগ্রীর কিছুই পৌঁছেনি, সরকারের বন্যা পরবর্তী পুনর্বাসনেরও কোন তৎপরতা নেই। নেতৃবৃন্দ জরুরি ভিত্তিতে দূর্গত অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করতে সরকারের প্রতি আহবান জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ