Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি সম্মেলনে যোগ দিতে কাল হাঙ্গেরি যাচ্ছেন-প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় চারদিনের সফরে আগামীকাল রবিবার হাঙ্গেরি যাচ্ছেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আগামী ২৮-৩০ নভেম্বর ‘ওয়াটার সামিট ২০১৬’-এ যোগদান ছাড়াও এ সফরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গত বৃহস্পতিবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বুদাপেস্ট সফর সম্পর্কে অবহিত করেন।
বুদাপেস্ট সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার এবং শীর্ষ ব্যবসায়ীদের একটি দল সফরসঙ্গী হিসেবে বুদাপেস্ট যাবেন।
স্বাগতিক হাঙ্গেরির প্রেসিডেন্ট ডক্টর জেনোস আদের এ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি, দুদেশ এ সফরকে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর হিসেবে ঘোষণা করায় সফরকালে প্রধানমন্ত্রী হাঙ্গেরীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতসহ সেদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে হাঙ্গেরি অন্যতম। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে এই সফরে। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে হাঙ্গেরির সঙ্গে জোরদার সম্পর্ক গড়ে তোলা হবে।   
প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ইকোনোমিক ফোরামেরও উদ্বোধন করবেন। দ্বিপাক্ষিক সফরের অংশ হিসেবে হাঙ্গেরির সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে চারটি সমঝোতা চুক্তি সই হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের একজন সদস্য। এ প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন মরিশাস, মেক্সিকো, হাঙ্গেরী, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, পেরু ও সেনেগালের প্রেসিডেন্ট এবং অস্ট্রেলিয়া, জর্ডান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।   
বুদাপেস্ট পানি সম্মেলনের প্রতিপাদ্য পানি সংযোগ সৃষ্টি করা। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত লক্ষ্যগুলো বাস্তবায়নের করণীয় নির্ধারণ এবং প্যারিস জলবায়ু চুক্তিতে অন্তর্ভুক্ত পানি সংশ্লিষ্ট বিষয়সমূহের অগ্রগতি পর্যালোচনা করা এ সম্মেলনের অন্যতম মূল উদ্দেশ্য। এছাড়া প্যারিসে জলবায়ু চুক্তিতে অন্তর্ভুক্ত পানি সংশ্লিষ্ট বিষয়সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ