পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহামারি করোনাভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৪৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি ৪৯ জনের মধ্যে ৪৭ জন ঢাকায় আর দুইজন রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার সকাল আটটা থেকে গতকাল একই সময় পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুনদের সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন মোট ভর্তি রয়েছেন ১৫১ জন। তাদের মধ্যে ১৪৫ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ছয়জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ১৬০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮ জন। এখন পর্যন্ত একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।