Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিক কাউন্সিলরের পুত্রবধূর লাশ উদ্ধার

পরিবারের দাবি হত্যা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়ার একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রেহনুমা ফেরদৌস চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী। গতকাল শনিবার সকাল ১০টায় পাহাড়তলী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রেহনুমা দুই বছরের এক কন্যা সন্তানের জননী।
তিনি চসিকের সাবেক কাউন্সিলর নগর আওয়ামী লীগের সাবেক নেতা মরহুম তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে। তারেক ইমতিয়াজ বলেন, আমরা গিয়ে মেয়ের লাশ বিছানায় পেয়েছি। আমার মেয়েকে তারা নির্যাতন করতো। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা মামলা করবো। তবে রেহনুমার শ^শুর পক্ষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শোয়া অবস্থায় লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগ তদন্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ