পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হোলি আর্টিজান, শোলাকিয়া, নাসিরনগর ও গোবিন্দগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
গতকাল শুক্রবার সকালে বোচাগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দির ও রামকৃষ্ণ সেবাআশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন হয়েছিল। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জিয়া, এরশাদ, খালেদা সেই অসাম্প্রদায়িক চেতনা নষ্ট ও ধ্বংস করার জন্য ধারাবাহিকভাবে চক্রান্ত করে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল বলে তাদের সেই চেষ্টা সফল হয়নি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, একাত্তরে অসাম্প্রদায়িক চেতনার যারা বিরোধীতা করেছিল সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার হয়েছে। যারা পচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর এই চেতনা নষ্ট করার চেষ্টা করেছে, এসব চিহ্নিত সন্ত্রাসী, উগ্রবাদীদের বিচারও বাংলার মাটিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।