Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতি ও সা. সম্পাদকসহ ৯টি পদে আ’লীগ ও যুগ্ম সা. সম্পাদকসহ ৮টি পদে বিএনপি প্রার্থীর জয়

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে আওয়ামী লীগ সমর্থিত ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনে জয় লাভ করেছেন। এই নিয়ে ৮ম বারের মতো আইনজীবী সমিতির কা-ারি হলেন আনিসুর রহমান দিপু। এর আগে ৪বার সেক্রেটারি ও তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বৃহস্পবিার খুব ভোর থেকে আসতে শুরু করে নারায়ণগঞ্জ জেলার আইনজীবী সমিতির ভোটররা। সকাল সাড়ে ৯টায় থেকে শুরু করে সাড়ে ৪টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে ভোট চলে। নির্বাচনকে ঘিরে সারাদিনই ছিল উৎসবপূর্ণ আমেজ। যার যার প্যানেলের প্রার্থীদের বিজয় করানোর জন্য সাদা ও নীল শ্লোগানে মুখরিত ছিল আদালত প্রাঙ্গণ।
এই নির্বাচনে ১৭ পদের বিপরীতে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা ভোট যুদ্ধে নামেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টায় প্রধান নির্বাচন পূর্নাঙ্গ ফলাফল প্রকাশ করেন।
৫সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড. আব্দুস সালাম। অপর চারজন হলেন, এড.আশরাফ হোসেন, এড. আসাদুজ্জামান, এড. হুমায়ুন কবির ও এড. কামরুন নাহার। নির্বাচনে মোট ৮৬৭ জন ভোটারের মধ্যে ৮৫৩ জনের ভোট গৃহীত হয়।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এড. আনিসুর রহমান দিপু, ৪৫৫ ভোট পেয়ে এড. হাবিব আল মুজাহিদ পলু সাধারণ সম্পাদক, ৫৩৮ ভোট পেয়ে এড. আলাউদ্দিন আহম্মেদ সিনিয়র সহ-সভাপতি, ৪৯৮ ভোট পেয়ে এড. দেলোয়ারা বেগম রীনা সহ-সভাপতি, ৪৮৬ ভোট পেয়ে এড. সোহেল মিঞা কোষাধ্যক্ষ, ৪৫৮ ভোট পেয়ে এড. মাহামুদুল হক মমিন ক্রীড়া সম্পাদক, ৪১৮ ভোট পেয়ে এড. নজরুল ইসলাম সমাজসেবা সম্পাদক এবং ৪৭৯ ভোট পেয়ে সাজ্জাদুল হক সুমন ও ৩৮৯ ভোট পেয়ে স্বপন ভূইয়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ