Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকে আবারও ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ব্যাংকগুলোতে আবারও ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন (ডিওএস) থেকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে ব্যাংকের এক নির্দেশনায় কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতাদের সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতাদের সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং কর্মকর্তা বা কর্মচারীদের জ্বর, সর্দি, কাশি বা করোনার উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ