Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদ এখন ফান ক্লাবে পরিণত হয়েছে : নুরুল হক নুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, সংসদ এখন ফান ক্লাবে পরিণত হয়েছে। বিনা ভোটের এমপিরা সংসদে বসে জনগণের টাকা খরচ করে আনন্দ করে। রাজধানীর পল্টন মোড়ে গতকাল এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঈদুল আযহা’র আগে সকল শিল্প প্রতিষ্ঠানে বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।
নুরুল হক বলেন, যে শ্রমিকদের শ্রম আর ঘামের ওপর প্রতিষ্ঠিত বড় বড় দালানকোঠা, কিন্তু সেই শ্রমিকরাই বেশি বঞ্চিত। এই শ্রমিকরা রানা প্লাজায় চাপা পড়ে মরে, কারখানায় আগুনে পুড়ে মরে। অথচ যারা রাষ্ট্র পরিচালনায় রয়েছে তারা পৈশাচিক উল্লাস করে। স্বাধীনতার ৫০ বছর পরও এই রাষ্ট্র শ্রমিকদের সাথে অসভ্য আচরণ করছে। শ্রমিকের শ্রমের উপর এদেশের অর্থনীতি টিকে আছে, প্রবাসী যুবকরা নিজেদের যৌবন বিসর্জন দিয়ে এদেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে অথচ শ্রমিকদের অধিকার নিয়ে এদেশের নীতি নির্ধারকরা নির্লিপ্ত।
মানববন্ধনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, আগামী ৫ জুলাইয়ের মধ্যে সকল শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ না করলে শ্রমিক অধিকার পরিষদ ৬ জুলাই থেকে রাজপথে অবস্থান নিবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।
শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল শিকদার, ইঞ্জিনিয়ার মহিব্বুল্লাহ, গণঅধিকার পরিষদ যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ড. আবদুল মালেক ফরাজি, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, মশিউর রহমান, শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল করিম, সমাজ সেবা সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ