পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় সিলেট হবিগঞ্জের লাখাই থানার মাওলানা শফিউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও তিন জনকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। এছাড়া সাব্বির আহমেদ নামক একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. তাজুল ইসলাম, মো. জাহেদ মিয়া ও ছালেক মিয়া। ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন।
এর আগে গত ২৮ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ৫ জনের বিষয়ে রায়ের তারিখ ধার্য করা হয় ৩০ জুন।
২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্ত সংস্থা। বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আসামিদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ২টি অভিযোগ আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।