Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত বাংলাদেশে পানি আগ্রাসন চালাচ্ছে

২ জুলাই গণমিছিল সফল করুন ইসলামী আন্দোলন মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ১২:১১ এএম

নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত বাংলাদেশে পানি আগ্রাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ভারত বাংলাদেশের কল্যাণ চায় না। তারা শুস্ক মওসুমে পানি আটকে রাখে এবং ভরা মওসুমে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশ পানিতে তলিয়ে দিয়ে আগ্রাসন চালায়। সরকারের নতজানু নীতির কারণে ভারতের সাথে সৃষ্ট সমস্যার সমাধান হচ্ছে না। কাজেই ভারত বাংলাদেশের বন্ধ হতে পারে না।
গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ভারতের পানি আগ্রাসনসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল সফলে দলের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথসভায় তিনি এসব কথা বলেন। উল্লেখ্য যে, আগামী ২ জুলাই শনিবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েতশেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কেএম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অর্থ সম্পাদক আলহাজ হারুন অর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল শেখ মু. আল আমিন, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান, যুবনেতা মুফতী মানুসর আহমাদ সাকী।



 

Show all comments
  • salman ৩০ জুন, ২০২২, ৭:২০ এএম says : 0
    MOSREK ra kokkhon o Amader Bondhu hote pare na
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ