পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স। গতকাল বৃহস্পতিবারের লেনদেনে ডিএসইর সূচক এ অবস্থানে উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৪৭৯১ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত সাড়ে ১৩ মাস বা ২০১৫ সালের ৮ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৬৫৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসইতে ৩১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২০টি কোম্পানির দর কমেছে এবং ২৬টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশনের শেয়ার। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন। লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সিটি ব্যাংক, কাশেম ড্রাইসেল, পেনিনসুলা চিটাগাং, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং।
বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৯৬১ দশমিক ৬৪ পয়েন্টে। যা বুধবার ৩৬ দশমিক ০৪ পয়েন্ট, মঙ্গলবার ৪৩ দশমিক ৯৬ পয়েন্ট, সোমবার ৬.৮৩ পয়েন্ট, রোববার ৫১.৮৭ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৪৫ দশমিক ৬৪ পয়েন্ট, বুধবার ৩৪ দশমিক ৩৩ পয়েন্ট ও মঙ্গলবার ২৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছিল। সিএসইতে ৪২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৮ কোটি ৬১ লাখ টাকা। সিএসইতে পলনদেন হওয়া ২৫০টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।